Header Ads

Physics -11 (Chapter-05)  Part-1

নিজেদের ‘বিটকয়েনে’ নজর দিচ্ছে ফেইসবুক





ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, লক্ষ্য পূরণের জন্য সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি ‘ডজনখানেক আর্থিক এবং অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠানকে’ নিয়োগ দিচ্ছে।
বিটকয়েনের মতোই ডিজিটাল কয়েনের  ক্রিপ্টোকারেন্সিভিত্তিক ব্যবস্থা হবে এটি।
ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, ব্লকচেইন প্রযুক্তির ক্ষমতাকে কাজে লাগানোর লক্ষ্যেই এগোচ্ছে তারা।
ফেব্রুয়ারি মাসে হার্ভার্ড-এর আইন বিভাগের অধ্যাপক জনাথন জিটরেইনের সঙ্গে এক সাক্ষাৎকার ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, “ব্লকচেইন প্রযুক্তিকে ফেইসবুকের লগইন ব্যবস্থায় যোগ করতেই আগ্রহী তিনি।”
“আমি ডিসেন্ট্রালাইজড বা ব্লকচেইন যাচাইকরণ ব্যবস্থার দিকেই যাওয়ার কথা ভাবছি।”
“যদিও এখনও আমি এটি কাজে লাগানোর কোনো উপায় পাইনি কিন্তু এটি যাচাই ব্যবস্থার কাছাকাছি আছে এবং আপনার বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবার অ্যাকসেস দিচ্ছে,” যোগ করেন জাকারবার্গ।
ফেইসবুক প্রধানের মতে, তৃতীয় পক্ষকে ডেটা অ্যাকসেস দেওয়ার ক্ষেত্রে গ্রাহককে আরও বেশি ক্ষমতা দেবে ব্লকচেইন।
আগের বছরই ব্লকচেইন বিভাগ খুলে সেখানে ইভান চেং নামের এক জেষ্ঠ্য প্রকৌশলীকে পদোন্নতি দিয়ে প্রকৌশল পরিচালক করে ফেইসবুক।
ব্লকচেইন প্রযুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে প্রতিষ্ঠানের মধ্যেই একটি দল বানানো হয়েছে। প্ল্যাটফর্মে এই প্রযুক্তি সম্ভাবনাকে কাজে লাগাতে দলের নেতৃত্ব দিচ্ছেন মেসেঞ্জার প্রধান ডেভিড মার্কাস।

No comments

Powered by Blogger.